হেলাল উদ্দিন, রাজগঞ্জ থেকে।।
২৬ মার্চ। স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে শুক্রবার সকালে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে, বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।
উক্ত অনুষ্ঠানে সহকারি শিক্ষক মোঃ নূরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, সহকারি শিক্ষক মোঃ জামশেদ আলী, শ্যামল কুমার বিশ্বাস, মোঃ রবিউল ইসলাম, উত্তম কুমার পাল, মোঃ আব্দুল মাজিদ প্রমূখ।
আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক মোঃ আসাদুজ্জামান।