ঢাকারবিবার , ২৩ মে ২০২১
আজকের সর্বশেষ সবখবর

খাজুরা কাঁঠালতলা হাইস্কুলে মুজিব কিল্লা’র ভিত্তি প্রস্তর উদ্বোধন

Tito
মে ২৩, ২০২১ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

হেলাল উদ্দিন, রাজগঞ্জ থেকে।।

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের কপোতাক্ষ নদের তীরঘেষা খাজুরা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে মুজিব কিল্লা’র ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী পুনঃসংস্কার, নতুনভাবে নির্মিত ও নির্মিতব্য মুজিব কিল্লার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৩ মে-২০২১) সকাল সাড়ে ১০ টার দিকে গণভবন থেকে এ উদ্বোধনী কার্যক্রম শুরু করা হয়। মশ্বিমনগর ইউনিয়নের খাজুরা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে মুজিব কিল্লা’র ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে যশোর ডিডিএলজি (উপ-পরিচালক, স্থানীয় সরকার) মোঃ হুসাইন শওকত, ইউএনও সৈয়দ জাকির হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু আব্দুল্লাহ বায়েজিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপ-সহকারি প্রকৌশলী মোঃ মোস্তফা মিয়া, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা প্রভাষক ইউসুফ আলী, মাস্টার শহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। মুজিব কিল্লা’র প্রাক্কালন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৮২৫ টাকা বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।