ঢাকাবুধবার , ১৪ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে সংখ্যালঘুদের ঘের থেকে উচ্ছেদ করার অভিযোগ” স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন

Tito
জুলাই ১৪, ২০২১ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

রিপন হোসেন সাজু, কেশবপুর থেকে ফিরে।।
যশোরের কেশবপুর উপজেলার ৮ নং সুফলাকাটি ইউনিয়নের সাবেক এক ইউপি চেয়্যারমানের বিরুদ্ধে সংখ্যালঘুদের মৎস্য ঘেরের বেড়ি বাঁধ কেটে নিজের ঘেরে মাছ ঢুকিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।এই অভিযোগে। আজ দুপুরে মানববন্ধন করেন সংখ্যা লঘু পরিবারের শত শত লোকজন।
মানববন্ধন হলে উপস্থিতআব্দুল গফফার গাজী বলেন,গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বিল খুকশিয়ায় (পশ্চিম) কালীচরণপুরের সংখ্যালঘুদের মৎস্য ঘেরের ভেড়ী বাঁধ কেটে দিয়ে এগারটি ঘেরের মাছ নিজের ঘেরে ঢুকিয়ে নেয়। ভুক্তভোগি ঘের মালিকগন সকালে ঘেরে যেয়ে ভেড়ি কাটা দেখে হতভম্ভ হয়ে পড়ে। সাবেক চেয়ারম্যানের ঘেরের পাশে থাকা এলাকার ছোট ঘের মালিকগন ভেড়ি কেটে দেওয়ার কথা জানতে গেলে সাবেক ঐ ইউপি চেয়্যারমানের তার বাহিনীর সন্ত্রাসীরা সংখ্যালঘুদের হুমকি ধামকি দেয়। বিল খুকশিয়ায় কোন ফসল না হওয়াতে,ঘের মালিকদের পখে সুভাষ চন্দ্র মোন্ডল বলেন দীর্ঘদিন যাবৎ আমরা ছোট ছোট ঘেরে মাছ চাষ করিয়া সংসার চালিয়ে আসছি। বিগত তিন বছর যাবৎ প্রভাবশালী সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর রহমান ওই বিলে ৪০০/৫০০ বিঘা জমিতে ঘের করে, এবং পাশে থাকা ছোট ছোট ঘের গুলি দখন করার জন্য বিভিন্ন ভাবে আমাদের উপর অত্যাচার করে আসছে। পরিকল্পিত ভাবে প্রতিবছরের ন্যায় এ বছর ও তার নিজস্ব বাহিনী দিয়ে রাতের আধাঁরে ঘেরের ভেড়ি বাঁধ কেটে দিয়ে ছোট ঘেরের মাছ তার ঘেরে ঢুকিয়ে নিয়েছে,এবং এলাকার সংখ্যালঘু ঘের চাষীদের সর্বশান্ত করার পায়তারা করছে। সরেজমিনে গিয়ে জানা যায় কালিচরণপুর ও আড়–য়া গ্রামের ঘের মালিক ১। আঃ ওহাব সরদার, পিং-মৃঃ ফজর আলী সরদার, ২। সুভাষ চন্দ্র মন্ডল, পিঃ ধীরেন্দ্র নাথ মন্ডল, ৩। দীপক মন্ডল, পিঃ মঙ্গল মন্ডল, ৪। বিধান সরকার, পিঃ রাজকুমার সরকার, ৫। শচীন মন্ডল, পিঃ নিরোধ মন্ডল, ৬। কমলেশ বাইন, পিঃ সুকুমার বাইন , ৭। ধলা বালা, পিঃ মনোবাসী বালা, ৮। বরুণ মন্ডল পিঃ পঞ্চানন মন্ডল ৯। হরিচাদ বাকচি পিঃ তারক বাকচি ১০। গোবিন্দ মন্ডল পিঃ পঞ্চানন মন্ডল ১১। আনন্দ সরকার পিঃ জিতেন সরকারের ঘেরের পাড় কেটে দেওয়া দেখা ভেঙ্গে পড়েন।ভুক্তভুগিরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন বলে জানান । ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বর সুজিত হালদার বলেন অভিযোগ কারীদের অভিযোগ সঠিক আমি তদন্ত পূর্বক এ ঘটনার সুষ্ঠু বিচার জোর দাবি জানাই। ভুক্ত ভোগীরা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।