ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

সৌদি বাদশার জানাজা সম্পন্ন

admin
জানুয়ারি ২৩, ২০১৫ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

সৌদি বাদশা আবদুল্লাহ বিন আব্দুল আজিজের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার আসরের নামাজের পর রাজধানী রিয়াদের গ্রান্ড মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামমতি করেন মসজিদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ। সৌদি বাদশার জানাজায় তুর24স্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফসহ আঞ্চলিক ও বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। এর আগে শুক্রবার ভোরে মারা যান ৯০ বছর বয়সী আব্দুল্লাহ। দীর্ঘদিন থেকেই নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। এদিকে, সৌদি বাদশার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।