সেলিম আলম, স্পেন থেকে।।
যতই দিন যাচ্ছে ভয়াবহ হয়ে উঠছে করোনা ভাইরাস । বিশ্বব্যাপী ক্রমেই বেড়ে চলেছে এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় স্পেনে নতুন করে আরও ১৯৫ জনেরও বেশী প্রাণহানি হয়েছে, সর্বমোট মৃতের সংখ্যা ৫৩৩। অন্যদিকে আক্রান্তের সংখ্যা আজ মঙ্ঘলবার বেড়েছে ১ হাজার ৮০৬ জন। আর সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৪৮ জন। তবে আশার কথা হলো, এ ভাইরাস থেকে সুস্থতা লাভ করেছে ১ হাজার ২৮ জন।
স্পেনের জরুরি স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফার্নান্দো সিমন এ তথ্য জানান। এ কর্মকর্তা আরও জানান, স্পেনে করোন আক্রান্ত রোগীর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে। এ সংকট মোকাবেলায় তারা সবধরনের ব্যবস্থা গ্রহন করছেন বলেও জানান তিনি।
এছাড়াও দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ আজ মঙ্গলবার করোনা ভাইরাস সঙ্কট মোকাবেলায় অর্থনৈতিক ও সামাজিক প্রভাব নিরসনে ২০০ মিলিয়ন ইউরো প্রতিশ্রুতি দিয়েছে যা স্পেনীয় জিডিপির ২০% । যা বাংলাদেশী টাকায় প্রায় দুই হাজার কোটি।