ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

হুমায়ুন সুলতানের রিমান্ড শুনানী আজ|মণিরামপুরের সাবেক এমপি খান টিপু সুলতানের পুত্রবধূ হত্যার ঘটনায়

admin
নভেম্বর ১৬, ২০১৪ ৮:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

যশোরের মণিরামপুরের সাবেক সংসদ সদস্য খাঁন টিপু সুলতানের পুত্রবধূকে হত্যার ঘটনায় থানায় মামলা ও ঘাতক স্বামী হুমায়ুন সুলতান সাদাব আটক। হুমায়ুন সুলতানের ১০ দিনের রিমান্ড শুনানী আজ রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য রয়েছে। অপরদিকে কণ্যা হত্যার ঘটনায় মামলা করার পর আসামীদের পÿ থেকে বাদীসহ তার পরিবারকে নানাবিধ হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া নিহতের পিতা নূরম্নল ইসলাম লাশের ময়না তদমত্ম রিপোর্ট এবং মামলার তদমেত্মর অগ্রগতি নিয়ে আশংকা করছেন। উলেস্নখ্য, গত বৃহস্পতিবার সাবেক এমপি টিপু সুলতানের ঢাকার ধানমন্ডি বাসা থেকে তার পুত্রবধূ শামারম্নখ মাহজাবীনের লাশ উদ্ধারের পর নিহতের স্বামী-শশুর ও শাশুড়ীর বিরম্নদ্ধে ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বাদী হয়েছেন নিহতের পিতা যশোর আরবপুর এলাকার বাসিন্দা প্রকৌশলী নূরম্নল ইসলাম। নিহতের পিতা ও মামলার বাদী নূরম্নল ইসলাম জানান, মামলা করার পর থেকে খান টিপু সুলতান এবং তার পÿÿর লোকজন তাকেসহ তার পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিয়ে চলেছে। তিনি আরো জানান, খান টিপু সুলতান যশোর-৫ মণিরামপুর আসনে কয়েকবার এমপি হওয়ায় প্রশাসনের উর্দ্ধতন কিছু কর্মকর্তা এবং তার ক্যাডার বাহিনী মামলা প্রত্যাহার করে নিতে ইতিমধ্যে মাঠে নেমেছে। এছাড়া উক্ত মামলা দায়েরের পর খান টিপু সুলতানের মণিরামপুরের অনুসারীরা চরমভাবে ভেঙ্গে পড়ার পাশাপাশি টেলিভিশন এবং দেশের অধিকাংশ পত্র-পত্রিকায় তাকে নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় গণমাধ্যম কর্মীদের নিয়ে নানা সমালোচনা ও ÿুব্ধ হয়েছে। নিহতের পিতা ইঞ্জিনিয়ার নূরম্নল ইসলাম সাংবাদিকদের জানান,তার কণ্যার লাশ উদ্ধারের আগেদিন রাত ১১টার দিকে কণ্যার সাথে মুঠোফোনে কথা হয় ৩২ মিনিট। কণ্যা বলেছিল ‘‘বাবা তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, ওরা আমাকে মেরে ফেলতে পারে’’। কারন শশুর খান টিপু সুলতান ও স্বামী হুমায়ুন সুলতান সাদাবের সম্পর্কে ইতিপূর্বে তোমাকে আমি যা বলেছি তা ওরা জেনে গেছে। এছাড়া তাদের সম্পর্কে আমার কাছে অনেক কাগজপত্র রয়েছে যা দেখলে তাদের প্রকৃত মূখোশ বেরিয়ে আসবে। ফলে পিতা নূরম্নল ইসলাম ধারনা করেছেন আসামীরা তাদের অপরাধ জগত ধামা-চাপা দিতে পূর্বপরিকল্পনা অনুযায়ী আমার কণ্যাকে হত্যা করেছে। সূত্র জানায়, বিগত ২০০৮ সালের ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনে খান টিপু সুলতান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গত ৫ বছর ধরে তার পুত্র হুমায়ুন সুলতান সাদাব মণিরামপুরে পিতার ন্যায় প্রভাব বিসত্মার করতে বিভিন্ন কর্মকান্ডে লিপ্ত হয়। এরমধ্যে মণিরামপুরের তালিকাভূক্ত সন্ত্রাসী, ছিনতাইকারী, ডাকাত এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিয়ে পৃর্থক পৃর্থক বাহিনী গড়ে তোলে সাবেক এমপি পুত্র হুমায়ুন সুলতান সাদাব। এসমসত্ম বাহিনীর সদস্যরা গত সংসদ নির্বাচনে খান টিপু সুলতানের পÿÿ মাঠে দেখতে পায় মণিরামপুরের মানুষ। কিন্তু এসব কিছু করেও একই দলের বিদ্রোহী প্রার্থী স্বপন ভট্টাচার্য্যের কাছে পরাজয় রবন করেন খান টিপু সুলতান। এছাড়া পিতার পরে মণিরামপুরের প্রভাবশালী হতে জোর চেষ্টায় ছিল হুমায়ুন সুলতান। এখন মণিরামপুরের সর্বশ্রেনী পেশার মানুষ বলতে শুরম্ন করেছেন যেমন কর্ম তেমন ফল। যা শামারম্নখ মাহজাবিনকে হত্যার মধ্যে দিয়ে প্রমাণ করলেন, সাবেক এমপি টিপু সুলতান, স্ত্রী জেসমিন আরা বেগম এবং পুত্র হুমায়ুন সুলতান। এসব ঘটনায় কথা বলতে সাবেক এমপি খান টিপু সুলতানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া গেছে।

MP+Tupu+daughter

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।