ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর কাছে মেয়ে হত্যার বিচার চাইলেন সুমির বাবা

admin
নভেম্বর ২৩, ২০১৪ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

মেয়ে হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানিয়েছেন ডা. শামারুখ মাহজাবীন সুমির বাবা প্রকৌশলী নুরুল ইসলাম। বুধবার দুপুরে জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আকুতি জানান তিনি। সুমি হত্যার ময়নাতদন্ত রিপোর্ট পাল্টে দেয়া হতে পারে বলে সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করেন নুরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, নিয়ম অনুযায়ী মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। এ জন্য আমাদের পক্ষ থেকে কোনো তদবির কিংবা চাপ নেই। অথচ ফরেনসিক মেডিসিনের প্রধান বলেছেন, মামলা নিয়ে আমরা ভীষণ চাপে আছি। তাহলে এই চাপ দিচ্ছেটা কে? বলে সংবাদ সম্মেলনে প্রশ্ন রাখেন সুমির বাবা। এ সময় প্রধানমন্ত্রীর কাছে মেয়ে হত্যার সুষ্ঠু বিচার চেয়ে নুরুল ইসলাম বলেন, তিনি স্বজন হারানোর ব্যথা বোঝেন, তাই তার কাছে আমি ন্যায়বিচার চাই। তিনি আরো বলেন, ১৩ নভেম্বর তার মেয়ে শ্বশুর টিপু সুলতান, শাশুড়ি জেসমিন আরা বেগম ও স্বামী হুমায়ুন সুলতান সাদাবের হাতে নিহত হয়েছে। ৫ ফুট উচ্চতায় স্থাপিত বাথরুমের ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে সাড়ে ৫ ফুট লম্বা মেয়ে কিভাবে ঝুলতে পারে? বাথরুমের দরজায় মরটিজ লক, ছিটকিনি লাগানোর ব্যবস্থা নেই, বাইরে চাবি ঝুলানো থাকে, দরজা ভেঙে ভেতরে ঢোকার নাটক সাজানো যাবে কি? নুরুল ইসলাম লিখিত বক্তব্যে আরো বলেন, বাসা থেকে ধানমণ্ডি থানার দূরত্ব মাত্র ৩০০ মিটার। পুলিশ না ডেকে নিজেরা মৃতদেহ নিয়ে একটি প্রাইভেট হাসপাতালে কেন গেলেন? এ ছাড়া নিহত সুমির গলায় কণ্ঠ নালীর ডান পাশে দুই আঙুলের দাগ, নখের আঁচড় এবং বামপাশে বৃদ্ধ আঙুলের দাগ। আর বাম হাতের কব্জির নিচে কাটা দাগ ছিল, পিঠে রক্ত জমাট বেঁধে থাকার চিহ্ন। এতে খুন হওয়ার বিষয়টি প্রমাণিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সুমির উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক বিএএফ শাহীন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেনসহ নিহতের স্বজনরা।MP+Tupu+daughter

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।