ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

নৌকা ডুবে ইয়েমেনে নিহত ৭০

admin
ডিসেম্বর ৮, ২০১৪ ৭:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ইয়েমেনের পশ্চিম উপকূলে অভিবাসী যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে কমপক্ষে ৭০ জনের প্রাণহানি ঘটেছে। নৌকার যাত্রীদের বেশিরভাগই ছিল ইথিওপিয়ার নাগরিক। প্রতিকূল আবহাওয়ার জন্য নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। উন্নত জীবনের আশায় প্রতি বছর আফ্রিকা অঞ্চলের হাজার হাজার অভিবাসী মধ্য প্রাচ্য ও ইউরোপে যাবার জন্য ইয়েমেনকে একটি প্রবেশপথ হিসেবে ব্যবহার করে থাকে। জাতিসংঘ বলছে গত এক বছরে এমন প্রায় ২০০ মানুষ নৌকাডুবিতে মারা গেছেন। নিরাপত্তা কর্মীরা বলছেন, “প্রবল বাতাস ও শক্তিশালী ঢেউয়ের কারণেই নৌকোডুবি হয়েছে।” বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, অপেক্ষাকৃত ছোটো নৌকায় করে সাগর পাড়ি দেবার সময় ৭০ জনের প্রাণহানি ঘটেছে। 08.12.2014এইসব অভিবাসীরা ইয়েমেন-এর উত্তরে অবস্থিত সৌদি আরবে কাজের খোঁজে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে বলেও জানিয়েছেন বিবিসির সংবাদদাতা। মধ্যপ্রাচ্য ও ইউরোপে প্রবেশ করার জন্য অভিবাসীরা সাধারণত ইয়েমেনকে তাদের প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করে এবং এই পথে মানব পাচার একটি নিয়মিত ঘটনা। ভালো চাকরি ও উন্নত জীবনের আশায় সৌদি আরব বা মধ্য প্রাচ্যের অন্যান্য দেশ এবং ইউরোপে ধনী দেশগুলোতে যাবার জন্য প্রতিবছর আফ্রিকা অঞ্চলের হাজার হাজার অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে লোহিত সাগর পাড়ি দেয়। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড় হতে গিয়ে গত ১২ মাসে সমুদ্রে ডুবে অন্তত ২০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে গত অক্টোবর মাসে জানিয়েছিল জাতিসংঘের শরণার্থী সংস্থা। সেসময় জাতিসংঘ আরো বলেছিল যে, যেসব অভিবাসী অবৈধ পথে সাগর পাড়ি দেয় অনেক সময়ই তারা খারাপ আচরণ, অন্যায় ব্যবহার, নির্যাতন ও ধর্ষণের মত সহিংস ঘটনার শিকার হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।