ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ থেকে ১২ হাজার কৃষি-শ্রমিক নিয়োগ দিচ্ছে মালয়েশিয়া

admin
ডিসেম্বর ৮, ২০১৪ ৭:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ থেকে নতুন করে ১২ হাজার কৃষি-শ্রমিক নিয়োগ দিচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ায় কৃষি খাতে এ ১২ হাজার বাংলাদেশি শ্রমিকের কাজের সুযোগ সৃষ্টি একটি ইতিবাচক পদক্ষেপ। উভয় সরকারের এ উদ্যোগ অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার প্রবণতা কমাবে। বেসরকারি ব্যবস্থাপনায় শ্রমিক নিয়োগে অব্যবস্থাপনার কারণে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ বন্ধ রাখে মালয়েশিয়া। ২০১২ তে সমঝোতা স্মারক চুক্তির মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও গত জুলাই পর্যন্ত ২ বছরে সরকারি ব্যবস্থাপনায় মাত্র ৫ হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পেরেছে। বৈধ পথে সংখ্যা কম হলেও থেমে নেই অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার হার। বিভিন্ন খাতে দেশটিতে বাংলাদেশি শ্রমিকের চাহিদাও অনেক। এ অবস্থায় প্রধানমন্ত্রীর সফরে আরো ১২ হাজার শ্রমিক নেয়ার সমঝোতায় বৈধ পথে মালয়েশিয়া শ্রমিক পাঠানোর পথ আরো সুগম হয়েছে। প্লান্টেশন, ফ্যাক্টরি, সার্ভিসসহ বিভিন্ন সেক্টরে মালয়েশিয়া লোকবল নিয়ে থাকে। উল্লেখ্য, মালয়েশিয়ায় ৫ লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক বিভিন্ন কাজে নিয়োজিত। তবে, এর একটি বড় অংশ অবৈধ অভিবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।