ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

যশোরে সড়ক দুর্ঘটনায় যবিপ্রবির শিক্ষার্থীসহ ৩ জন নিহত ও ৪ জন আহত ..বিক্ষোভ-সংঘর্ষ

admin
ডিসেম্বর ১২, ২০১৪ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

যশোরের চৌগাছায় ট্রাক-নছিমনের মুখোমুখি সংঘর্ষের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীসহ ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সকালে যশোরের চৌগাছায় একটি নছিমনের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও ৪ জন আহত হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছেদুর্ঘটনায় আহতরা হলেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী হাসি (২৩), চৌগাছার হুদাপুরের খাদিজা (৩৫), তার মেয়ে বৃষ্টি (৮) ও তামান্ন (১৫), স্বপ্না (২৩), তার মেয়ে রত্না (৫), শিবনগর গ্রামের বিকাশ বিশ্বাস (৪০), চূড়ামনকাঠির আবু সাইদের ছেলে জাহিদুল ইসলাম (১২), ওলিদ (৪৮) ও ঝিনাইদহের মহেশপুরের মোহাম্মদ ইয়াসিন (৩৫)। হতাহতদের সবাই ওই নসিমনের আরোহী ছিলেন। এদের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকিদের ভর্তি করা হয়েছে যশোর সদর হাসপাতালে। স্বপ্না ও জাহিদুল বাদে বাকি সবার আঘাতই গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক কাজল মল্লিক। এ ঘটনার পর ওই সড়কে নছিমন-করিমন-আলমসাধুর মতো শ্যালো ইঞ্জিনচালিত বাহন চলাচল নিষিদ্ধ করার দাবি জানিয়েছন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার।।এ ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি পুড়িয়ে দিয়েছে।symbal 02.12.2014.1

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।