ঢাকারবিবার , ৬ সেপ্টেম্বর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের এয়ার ট্রাভেলসহ ৬৭টি হজ্জ এজেন্সী সউদী আরবে নিষিদ্ধ

admin
সেপ্টেম্বর ৬, ২০১৫ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছর ৬৭টি হজ্জ এজেন্সীকে নিষিদ্ধ ঘোষণা করেছে সউদী আরব। নিষিদ্ধ এজেন্সীগুলোর তালিকা রোববার ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে। কোন কোন কারণে এসব হজ্জ এজেন্সীকে সউদী সরকার নিষিদ্ধ করেছে তা প্রাপ্তি সাপেক্ষে জানানো হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ইতোমধ্যে এসব হজ্জ এজেন্সীর অধিকাংশই চলতি বছর হজ্জ কার্যক্রমে অংশ নেবার জন্য তাদের হজ্জযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানা গেছে। সউদী আরবে চলতি বছরের জন্য নিষিদ্ধ হজ্জ এজেন্সীগুলো হচ্ছে, আরেফিন ট্রাভেলস লিমিটেড, আকবর ট্রাভেলস ইন্টারন্যাশনাল, সামাদ ওভারসিজ সার্ভিস, জোনাকি ইন্টারন্যাশনাল প্রাঃ লিমিটেড, চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিঃ, আল-মদিনাহ ট্রাভেলস ইন্টাঃ লিঃ, নিউ এয়ার বাংলাদেশ, আল-তাইয়্যারা ইন্টারন্যাশনাল, আল-আসফাক ইন্টারন্যাশনাল, এম এস সাদেক ট্রাভেলস, মাহদী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ব্লু স্কাই এয়ার ওয়েজ, হিজল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, শাহী ইন্টারন্যাশনাল, ফারুকী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রাঃ লিঃ, সজিব হজ্জ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সারাহ জান্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সরকার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সেতুবন্ধন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম, গ্রামীণ হলিডেজ, চাঁদপুর এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, জোবায়ের এয়ার ট্রাভেলস, ফাল্গুনি এয়ার ইন্টারন্যাশনাল, আকবর ওভারসিজ, সাদ উসওয়াহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, এয়ার ফিলিস্তিন ইন্টারন্যাশনাল, আল-আমানাহ ওভারসিজ, এম এস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এম এস এয়ার সার্ভিস, মিম ট্রাভেলস ইন্টারন্যাশনাল, ওহি ট্রাভেলস এজেন্ট, মনিরামপুর এয়ার ট্রাভেলস, আফতাব ট্রাভেল ইন্টারন্যাশনাল, গাজীপুর এয়ার ট্রাভেলস, জাবলে নূর ইন্টারন্যাশনাল, আরশীনগর ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ইব্রাহিম ট্রাভেলস, রহমানিয়া ইন্টাঃ, খাজা এয়ার লাইনার, স্মার্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আল-ক্বিবলাহ হজ্জ কাফিলাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কনওয়ে ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, গোল্ডেন বেঙ্গল ট্যুরস, এয়ার ওয়েভ ইন্টারন্যাশনাল ট্রাভেলস, হোমায়রা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ম্যাগপিক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, শতাব্দী এয়ার সার্ভিস, এয়ার ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল, এম আলী ইন্টারন্যাশনাল টাভেলস, মহসিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল-আরাফা ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস, হাজী আল-মুজিব করপোরেশন, মোকাররম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, স্কাই ভিউ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সুমাইয়া নাবিদ ট্রাভেলস, সানরাইজ এয়ার ইন্টারন্যাশনাল, আল-রিসান ট্রাভেলস এজেন্সী লিঃ, হোয়াইট রোজ ইন্টারন্যাশনাল প্রাঃ লিঃ, মাক্কি হাজ্জ ট্রাভেলস, মিসফালাহ ট্রাভেলস, ট্রাভেল ওয়ার্ল্ড, মাই ঢাকা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস,আল-সোবহানী ইন্টারন্যাশনাল, ফাহিয়া ট্যুরস, মেরিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিঃ শফিক ওভারসিজ এবং আরবি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।