বিশেষ প্রতিনিধি :
মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে আর্ন্তুজাতিক মার্তভাষা দিবস ও অমর ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস পালিত হয়েছে। সকালে প্রভাত ফেরীর র্যালী, উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ, শিশুদের চিত্রাংকণ প্রতিযোগীতার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান পালিত হয়। উপজেলা পরিষদ কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলূ,
পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, সহকারী কমিশনার(ভূমি) কামরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, রাজনৈতিক দল গুলো পুষ্পার্ঘ অর্পণ করেন।